- বই নিয়ে পাঠকরা যা বলছেন -
★★★★★
হুমায়ূন আহমেদ চলে যাওয়ায় আমাদের দুটি সমস্যা হয়েছে। এক, তাঁর মতো নেশা ধরানো লেখার কেউ নেই। দুই, অনেকেই তাঁকে অনুকরণ করেন। আশীফ এন্তাজ রবি এই সমস্যাকে পাশ কাটিয়ে নিজের মতো উজ্জ্বল হয়েছেন।
অনীশ ভট্টাচার্য
★★★★★
এই পূর্বপুরুষ এক অন্য রকম সৃষ্টি। নিঃসন্দেহে এখন পর্যন্ত আমার পড়া সবচেয়ে ভালো সৃষ্টি।
হাসিব রাহাত
★★★★★
৩৫০ পৃষ্ঠার এই বই শেষ করতে আমার সময় লেগেছে দেড়দিন। আর সেটাই কোয়ারটাইনে কাটানো আমার শ্রেষ্ঠ সময়।
শাহরিয়ার রহমান
★★★★★
এমনকি কবি হেলাল হাফিজও আগমন করেন তাঁর বিখ্যাত কবিতা নিয়ে। ... গল্পের প্রতিটি অংশে রয়েছে ব্যাপক আকর্ষণ।
ফাহিম রহমান
★★★★★
অতি সাধারণ একটা চরিত্র কীভাবে যে ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ অনুঘটক হতে চলেছে, লেখক ধরিয়ে না দেওয়ার আগ পর্যন্ত পাঠকের ভাবনায় আসে না। এ বড় কঠিন কাজ! অথচ তারা কত অনায়াসে করেন! আশীফ এন্তাজ রবি এই ঘরানার লেখক।
সোহেল নওরোজ
রকমারির সবগুলো রিভিউ সবিস্তারে পড়ুন
★★★★★
মনে আছে বছর দেড়েক আগে , আমি যখন মধ্যাহ্ন পড়ি -খুব করে চেষ্টা করছিলাম কিছুটা ধীরে পড়তে, হুট করে যেন শেষ না হয়ে যায়, পারি নি। পূর্বপুরুষের বেলায়ও বিষয় একইরকম। রাত আনুমানিক দুটোর দিকে কিন্ডলটা হাতে নিয়ে বিছানায় গিয়েছি, পরিকল্পনা দু-চারপাতা পড়েই চোখ বন্ধ করব। সে রাতেই আর ঘুমাইনি আমি!
শাহরিয়ার রহমান
★★★★★
পুর্বপুরুষ শুরু থেকেই গুম গুম করতে শুরু করে। তারপরে যখন সেই সুখেন আসেন। তারপর থেকে আর অপেক্ষা করতে হয় নি। তড়তড়িয়ে বই এগিয়ে চলেছে।
মারুফ মোর্শেদ
★★★★
আমার মনে হয় বাংলাদেশের সাহিত্যিকদের মধ্যে অত্যন্ত মেধাবী কিন্তু খুব বেশি অন্তর্মুখী এবং প্রচারবিমুখ একজন লেখক ছিলেন শওকত আলী। প্রদোষে প্রাকৃতজনের হাত ধরে এই লেখককে চেনা। ষাটের দশকে পূর্ববাংলার মধ্যবিত্ত সমাজে যে পরিবর্তনটা আসছিল সেটাকে তিনি 'দক্ষিণায়নের দিন' ও পরবর্তী আরও দুটি উপন্যাসে ফুটিয়ে তুলেছেন অসাধারণ দক্ষতায়। গত বছরের মাঝামাঝি এই ত্রয়ীটি পড়তে শুরু করার পর ষাটের দশক নিয়ে একটা উত্তুঙ্গ আগ্রহ তৈরি হচ্ছিল আমার নিজের মধ্যে। এই আগ্রহ আর অভাবের অনেকখানি পূরণ করে দিল আশীফ এন্তাজ রবির "পূর্বপুরুষ" উপন্যাসটি।
এ এইচ এম আজিমুল হক
★★★★★
গল্পের মধ্যে রয়েছে নেশা জাগানো ধারাবাহিকতা।
বোরহান কবীর
★★★★★
এন্তাজ উদ্দিন বিশ্বাস বুরুন্ডি গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। জমিদার আমল অনেক আগেই শেষ হয়ে গেলেও লোকেরা তাকে কেন জানি জমিদারবাবুই ডাকে। তার তিন ছেলে। কালের পরিক্রমণে একে একে তার তিন ছেলে ছড়িয়ে পড়ে তিনদিকে। তাদের ঘিরেই ঐতিহাসিক চরিত্ররা একে একে উঠে আসতে থাকে বইয়ের পাতায় পাতায়।
উত্তম, সুচিত্রা আর তাদের পারিবারিক জীবন, শামসুর রাহমান, আল মাহমুদ, হাফিজ হেলালের মত কবি।
পৃথা
গুড রিডসের সকল রিভিউ
- বইটি যেখানে পাওয়া যাবে -
রকমারির বেস্ট সেলার উপন্যাসের তালিকায় রয়েছে পূর্বপুরুষ। রকমারির ওয়েব সাইটে গিয়ে পূর্বপুরুষ অর্ডার করলে পাবেন ১৫% ছাড়।
রকমারিতে অর্ডার করলে ঘরে বসেই বই পড়তে পারবেন। এজন্য আপনাকে দোকানে যেতে হবে না। ফোনে কিংবা ওয়েবসাইটে অর্ডার করলে, রকমারি আপনার বাসায় বই পৌঁছে দেবে। রকমারি বিশেষ ব্যবস্থায় লেখকের অটোগ্রাফসহ বই পৌঁছে দেয়া ব্যবস্থা করেছে।
বাংলাদেশের যেকোনো স্থানে বসে পূর্বপুরুষ অর্ডার করতে পারেন। এজন্য রকমারির ওয়েবসাইটে ক্লিক করুন। অথবা ফোন করুন 16297 নম্বরে।
অথবা ক্লিক করুন ...
অনেক প্রবাসী পাঠক দেশে থেকে সময়মতো বই সংগ্রহ করতে পারেন না। আবার অনেকেই আছেন, যারা ই বুক কিংবা কম্পিউটারে বই পড়তে ভালোবাসেন। কেউ কেউ কিন্ডল-এ বই পড়ে আরাম পান।
পূর্বপুরুষ বইটি এমাজনে দেয়া হয়েছে। খুবই স্বল্পমূল্যে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ এই বইটি পড়তে পারবেন। যাদের কিন্ডলের আনলিমিটেড একাউন্ট রয়েছে, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে বইটি পড়তে পারবেন।
এমাজনে আজই পূর্বপুরুষ অর্ডার করুন। তাৎক্ষণিকভাবে বই পাঠের আনন্দ লাভ করুন। পৃথিবীর যেকোনো প্রান্তে বসে যখন তখন, দিন রাত ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন বই পড়ুন। এমাজনে বাংলা বইয়ের জয় হোক। বইটি পড়তে ক্লিক করুন
বইটি প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় প্রকাশনা সংস্থা আদর্শ। আদর্শ প্রকাশনা বাংলাদেশের বেস্টসেলার বইয়ের অন্যতম প্রকাশক এবং পরিবেশক। আশীফ এন্তাজ রবি'র প্রায় সকলই বইয়ের প্রকাশক এই সংস্থা।
আদর্শ থেকে পূর্বপুরুষ অর্ডার করলে আপনি পাবেন ২০% ছাড়। আদর্শের ওয়েব সাইট থেকে নামমাত্র মূল্যে বইটির ই বুক ভার্সনও পড়তে পারবেন। কিংবা ফোন অর্ডার করলে আদর্শ আপনাকে বই বাসায় পোঁছে দেবে।
শুধু তাই নয়, আদর্শ প্রকাশনীতে এই লেখার অন্যান্য বইও সংগ্রহ করতে পারবেন।
- পাঠকের মুখ -
- গণমাধ্যমে পূর্বপুরুষের রিভিউ -